জিজিয়া কী- দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন

জিজিয়া কী- দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন

জিজিয়া কি, জিজিয়া অর্থ কি, জিজিয়া শব্দের অর্থ কি, জিজিয়া বলতে কি বুঝায়, ভারতের জিজিয়া কর প্রথম কে প্রবর্তন করেন, এ সকল বিষয়ে আপনারা প্রতিনিয়ত গুগলে সার্চ করে জানতে চান।

তাই আজ আমরা এই পোষ্টের মাধ্যমে জিজিয়া কর বিষয়ে সকল তথ্য আপনাদেরকে প্রদান করতে যাচ্ছি। আশা করি আপনি এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন
দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন

জিজিয়া কী-জিজিয়া বলতে কী বোঝো?

জাজিয়া একটি আরবি শব্দ যার অর্থ প্রতিবণীকৃত। জাজিয়া হল ইসলামিক রাষ্ট্রে ইসলামিক আইনের অনুকূলে যারা স্থায়ীভাবে বসবাস করে কিন্তু তারা অমুসলিম তাদের প্রতি ধার্যকৃত কর।

এক কথায় এটা বলা যায় যে মুসলমান রাষ্ট্রের মধ্য অমুসলিম বৃদ্ধ শিশু বা মহিলা বাদে কর্মক্ষম, প্রাপ্তবয়স্ক, স্বাধীন সকল পুরুষকে এই জিজিয়া কর দিতে হবে। জিজিয়া কর সম্পর্কে হাদিস ও বর্ণিত রয়েছে কিন্তু এর পরিমাণ সম্পর্কে কোন ধারণা দেওয়া হয়নি।

জিজিয়া অর্থ কি-জিজিয়া শব্দের অর্থ কি?

জিজিরা শব্দটি সাধারণত আরবি ভাষা থেকে এসেছে। জিজিরা শব্দের আরবি বানান (جزية) । জিজিরা শব্দের আরবি ও বাংলা দুটি অর্থই রয়েছে।

  • জিজিয়া শব্দের অর্থ – সামরিক কর্তব্য থেকে অব্যাহতিজনিত কর।
  • জিজিয়া শব্দের আরবি অর্থ – প্রতিবণীকৃত।

দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন

ভারত মহাদেশে আলাউদ্দিন মুহাম্মদ আকবর প্রথম জিজিরা কর রহিত করেন। কিন্তু পরে সম্রাট আওরঙ্গজেবের  সময়ে এটি আবার পুনঃ প্রবর্তিত হয়।
দিল্লিতে প্রথম আলাউদ্দিন খিলজি সুলতান জিজিরা কর প্রবর্তন করেন। এবং তিনি দিল্লি বসে সকল ভারতীয় মহাদেশে খিলজি ও জিজিরা কর শাসন পরিচালনা করতেন।
এর পরবর্তী সময়ে গুজরাটের শাসক আহমদ শাহ ১৪১৪ সালে নতুন করে জিজি রা প্রবর্তন করেন, এরপর হিন্দু সমাজে প্রচুর কঠোরতার কারণে হিন্দুদের মধ্যেও অনেকেই মুসলমান ধর্ম গ্রহণ করেন। এরপর হিন্দুদের উপর থেকে ১৫৭৯ সালে তৃতীয় মুঘল সম্রাট আকবর কর্তৃক জিজিয়া কর তুলে নেওয়া হয়।

শেষ কথা

আশা করি জিজিয়া কি, জিজিয়া অর্থ কি, জিজিয়া শব্দের অর্থ কি, জিজিয়া বলতে কি বুঝায়, ভারতের জিজিয়া কর প্রথম কে প্রবর্তন করেন, এ সকল বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করতে পেরেছি।

Post Comment

You May Have Missed