কানাডা স্টুডেন্ট ভিসা ২০২৪
বাংলাদেশ ত্থেকে বর্তমানে অনেক শিক্ষার্থী কানাডাতে লেখাপড়া করছে এবং স্টাডি করার জন্য প্রচুর স্টুডেন্ট আগ্রহী । কানাডাতে শিক্ষার মান অনেক উন্নত । অনেক দেশে শিক্ষার্থীরা লেখাপড়া শেষে চাকরি খুঁজতে হয় কিন্তু কানাডাতে লেখাপড়া শেষ করার সাথে সাথে চাকরি পেয়ে যাবেন এবং আপনার পছন্দের চাকরি করতে পারবেন কানাডাতে । এই কারনে কানাডা স্টুডেন্টদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।
আপনিও যদি উচ্চ শিক্ষা গ্রহন করার জন্য কানাডাতে যেতে চান তাহলে আর্টিকেল টি পড়ুন আশা করি কাজে লাগবে । আর্টিকেল টি পড়লে জানতে পারবেন কানাডা স্টুডেন্ট ভিসা কিভাবে করবেন । স্টুডেন্ট ভিসা করার জন্য কি কি লাগবে এবং খরচ কেমন ইত্যাদি বিষয় । তাহলে চলুন শুরু করা যাক ।
কানাডা স্টুডেন্ট ভিসা যোগ্যতা
কানাডা স্টুডেন্ট ভিসা করার আগে জেনে নিন আপনি কানাডাতে লেখাপড়া করার জন্য যোগ্য কিনা । কারন বেশ কিছু যোগ্যতা লাগে স্টুডেন্ট ভিসা পেতে । নিচে চলুন দেখে নেই কি কি যোগ্যতা লাগবে কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য ।
- এসএসসি এবং এইচএসসি বা ও-লেভেল এবং এ-লেভেল বা সমমানের ন্যূনতম জিপিএ 3.00।
- স্নাতক প্রোগ্রামের জন্য কমপক্ষে 5.5 এর একটি IELTS স্কোর প্রয়োজন।
- স্নাতকোত্তর প্রোগ্রামগুলির জন্য কমপক্ষে 6.0 এর IELTS স্কোরের সাথে ন্যূনতম 2.50 এর CGPA সহ স্নাতক ডিগ্রি।
- ভ্যালিড পাসপোর্ট এবং মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে ।
- বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র
- শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্র
- আপনি যে বিশ্ববিদ্যালয়ে স্টাডি করবেন ঐ বিশ্ববিদ্যালয়ের অনুমতি পত্র ।
- ব্যাংক স্টেটমেন্ট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- মেডিকেল সার্টিফিকেট
- ভ্যাক্সিন কার্ড
আরো পড়ুনঃ জার্মান স্টুডেন্ট ভিসা ২০২৪
কানাডাতে কয়টি ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হয়
- মেধা ভিত্তিক বৃত্তি
- এন্ট্রান্স স্কলারশিপ
- প্রাদেশিক সরকার বৃত্তি
- কলেজ থেকে প্রয়োজন-ভিত্তিক অনুদান বা বৃত্তি
- টিউশন ফি মওকুফ৷
- কমনওয়েলথ স্কলারশিপ
- প্রাইভেট/সাংগঠনিক স্কলারশিপ
কানাডাতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্পন্সর ভিসা পেতে পারেন
- টরন্টো ইউনিভার্সিটি
- ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া
- ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
- আলবার্টা এডমন্টন বিশ্ববিদ্যালয়
- ওয়াটারলু ইউনিভার্সিটি
- সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি
- ক্যালগারি বিশ্ববিদ্যালয়
কানাডা স্টুডেন্ট ভিসার খরচ কত
কানাডা স্টুডেন্ট ভিসা করতে হলে ৫ থেকে ৭ লক্ষ্য টাকা খরচ হতে পারে । তবে স্টুডেন্ট ভিসা এর অনেক গুলো পদ্ধতি রয়েছে যেমন আপনি যদি স্পন্সর বা স্কলারশিপ ভিসা নিয়ে কানাডাতে লেখাপড়া করার জন্য যেতে চান তাহলে খরচ অনেক কম লাগবে । আপনি চাইলে সরকারি ভাবে কানাডাতে যেতে পারেন লেখাপড়া করার জন্য ।
কানাডায় স্টুডেন্ট স্পাউস ভিসা
কানাডায় স্টুডেন্ট স্পাউস ভিসা বলতে কি বুঝায় অনেকে জানেন না । এর অর্থ হল সঙ্গী বা সঙ্গিনী । কানাডাতে লেখাপড়া করার জন্য বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্পাউস ভিসা পেয়ে যাবেন । কোন শিক্ষার্থী যদি স্পাউস ভিসা পায় তাহলে সে বউ অথবা সঙ্গিনী নিয়ে কানাডাতে যেতে পারবেন ।
কানাডা স্টুডেন্ট ভিসা আবেদন করার নিয়ম
আসলে কানাডাতে স্টুডেন্ট ভিসা বলতে কোন ভিসা নেই । এটা মূলত স্টাডি পারমিট ভিসা দেওয়া হয় যেটাকে আমরা স্টুডেন্ট ভিসা বলে থাকি । স্টাডি পারভেট মূলত আপনার কোর্সের মেয়াদের উপর নির্ভর করবে । স্টাডি পারমিট যদি হয় চার বছর হয় তাহলে স্টাডি পারমিট এর মেয়াদ ও চার বছর হবে ।
এখন তাহলে আবেদন করবেন কিভাবে । আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান বা কানাডাতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে আপনি ইচ্ছুক । ঐ প্রতিষ্ঠান গুলোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে দেখে নিতে হবে কি কি লাগবে আবেদন করার জন্য ।
আবেদন প্রসেস শেষ হলে যদি আপনাকে এপ্রুভাল দেওয়া হয় তাহলে একটি ইনভাইটেশন লেটার দেওয়া হবে । কানাডা স্কলারশিপ ইনভাইটেশন লেটার নিয়ে আপনি কানাডা দুতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন ।
কানাডা স্টুডেন্ট ভিসা ফ্রম বাংলাদেশ
কানাডা স্টুডেন্ট ভিসা এখন আপনি সরাসরি নিজেই আবেদন করতে পারবেন অনলাইনে তবে অবশ্যই আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং যোগ্যতা থাকতে হবে । কানাডা স্টুডেন্ট ভিসা ফর্ম বাংলাদেশ এর কানাডা দুতাবাস থেকে সংগ্রহ করতে পারেন আবার অনলাইনে বাংলাদেশ এর কানাডা দুতাবাস এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন ।
FAQ
কানাডা স্টুডেন্ট যাওয়ার খরচ কত?
কানাডা স্টুডেন্ট ভিসা ফি ১৫০ কানাডিয়ান ডলার
কানাডার স্টুডেন্ট ভিসা কি সহজে পাওয়া যায়
আপনার যদি সমস্ত যোগ্যতা এবং ভাষা দক্ষতা থাকে তাহলে কানাডা স্টুডেন্ট ভিসা সহজেই পাওয়া যায় ।
কানাডায় স্টুডেন্ট ভিসায় ২০ ঘন্টার বেশি কাজ করা যাবে কি?
একজন স্টুডেন্ট ২০ ঘণ্টা কানাডাতে কাজ করা সম্ভব নয় কারন বিশ্ববিদ্যালয় গুলোতে ক্লাস সিডিউল করা এমন ভাবে আপনি প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টা কাজ করতে পারবেন ।
Post Comment