দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট
দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কি? যাদের দাঁত শিরশির করার সমস্যা রয়েছে, তারা এই প্রশ্নটি করে থাকেন যে, দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটা? এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন এবং জেনে নিন- দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটি?
এই পোস্টের মূল বিষয়বস্তু হলো, দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটা এবং সেটা কোথায় পাওয়া যাবে। লেখাটি পুরো মনোযোগ দিয়ে পড়ুন এবং জানুন, দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কি?
পেজ সূচি:
- ভূমিকা
- দাঁত কেন শিরশির করে
- যেসব কারণে দাঁতের এনামেল নষ্ট হতে পারে
- দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটা
- শেষ কথা
ভূমিকা:
যারা ক্যাভিটির সমস্যায় ভুগছেন, অল্পতেই তাদের দাঁত শিরশির করে। ঠান্ডা বা গরম খাবার খেলে, কিংবা মিষ্টি বা টক খেলেও দাঁতে শিরশির করে। ডেন্টিস্টরা এক ধরনের পেস্ট সাজেস্ট করে থাকেন যেটা দাঁতের শিরশিরানি কমায়। দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটা? সেটা সম্পর্কে বিস্তারিত লেখা হবে। দাঁত শিরশিরানি নিয়ে আরো অনেক তথ্য দেয়া হবে। দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটা, সেটাও তুলে ধরা হবে।
দাঁত কেন শিরশির করে?
দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কি, সেটা জানার আগে এটা জানা জরুরি যে, আমাদের দাঁতে শিরশিরানি হয় কেন? বেশ কিছু কারণ রয়েছে এর পিছনে। ডেন্টিন হচ্ছে দাঁতের সবচেয়ে সেনসিটিভ অংশ। এনামেল আমাদের শরীরের সবচেয়ে শক্ত হাড়, যা সহজেই ব্যাকটেরিয়াল এসিড দ্বারা ক্ষয়প্রাপ্ত হতে পারে।
আরো পড়ুন: দাঁতের ফিলিং করার পর করণীয়
এই ডেন্টিন শক্তি ক্ষয় হতে থাকলে দাঁতের মজ্জা বা এনামেল নষ্ট হতে শুরু করে। তখনি দেখা দেয় দাঁতের শিরশিরানি। দাঁতের এনামেল বিভিন্ন কারণে নষ্ট হতে পারে। তখন দাঁতের এনামেল পুনরায় ফিরিয়ে আনার প্রয়োজন হয়। একধরনের পেস্টে প্রচুর এনামেল থাকে। তাই দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটি, সেটা সম্পর্কে জানা খুব দরকার।
যেসব কারণে দাঁতের এনামেল নষ্ট হতে পারে:
দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কি, সেটা অবশ্যই জানবো। এর আগে জেনে নিন, কি কি কারণে দাঁতের এনামেল নষ্ট হতে পারে-
- শক্ত ব্রাশ দিয়ে দাঁত জোরে জোরে ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়।
- অতিরিক্ত টক ও অ্যাসিডিক জাতীয় খাবার দাঁতের এনামেল নষ্ট করে।
- পরিপাক তন্ত্রে কোনো সমস্যা হলে।
- মাড়ি সরে যাওয়ার কারণে cementum বের হয়ে যায়। cementum সবচেয়ে পাতলা আবরণী, যা সহজেই ব্রাশ করার কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়।
- দাঁত ভেঙে গেলে আঘাতজনিত কারণে এনামেলের আবরণী উঠে গেলে অথবা দাঁত ক্র্যাক হয়ে গেলে।
- দাঁত ফিলিং বা ক্যাপ করার সময় প্রয়োজনের অতিরিক্ত এনামেল কেটে ফেললে।
এমন অবস্থায় দাঁতের এনামেল ফিরিয়ে আনা এবং দাঁত শিরশির বন্ধ করা করার জন্য দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট খোঁজা খুব জরুরি হয়ে পড়ে।
দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটা?
এবার মূল টপিকে আসা যাক। দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট সম্পর্কে জানবো। এই ধরনের পেস্ট অন্যান্য টুথপেস্টের থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। এই পেস্ট তৈরি করা হয় বিশেষ করে দাঁতের শিরশির দূর করার জন্য। এই টুথপেস্টগুলোর মধ্যে সেনসিটিভ এক্সপার্ট, মেডিপ্লাস ডি এস, সেনসোডাইন, সেনসিনিল লিকুইড উল্লেখযোগ্য।
দাঁত শিরশিরানি কমানোর ক্ষেত্রে সবচেয়ে দ্রুত কাজ করে সেনসেটিভ এক্সপার্ট টুথপেস্ট। মোটামোটি ত্রিশ সেকেন্ডের মধ্যে দাঁতের শিরশিরানি কমিয়ে দিতে সক্ষম এই টুথপেস্ট। সেনসিটিভ এক্সপার্ট টুথপেস্টে রয়েছে পটাশিয়াম সাইট্রেট, হাইড্রক্সিঅ্যাপাটাইট এবং জিঙ্ক সাইট্রেট। এছাড়াও অন্যান্য উপাদান রয়েছে। এই ধরনের দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট আপনি যেকোনো ফার্মেসি বা মেডিসিন শপ থেকে কিনতে পারবেন।
এই পেস্টে রয়েছে পটাশিয়াম সাইট্রেট যা দাঁতের নার্ভের সংবেদনশীলতা কমিয়ে দেয়। ফলে দাঁতে প্রয়োগ করার ত্রিশ সেকেন্ডের মধ্যে শিরশিরানি থেকে মুক্তি পেয়ে রোগী আরাম বোধ করে। এরপর খাবার-দাবার গ্রহণে রোগীর সমস্যা হয় না। তাই দাঁতের এনামেল বাড়াতে দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট সঠিকভাবে সিলেক্ট করা খুব গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন: টিউমার ভালো করার ০৯টি উপায়
এটার হাইড্রক্সিঅ্যাপাটাইট দাঁতের এনামেলের প্রাকৃতিক খনিজ উপাদান। দাঁতের এনামেল যখন ক্ষয় হয় তখন খনিজ উপাদানগুলোর ডিমিনারালাইজেশন হয়ে থাকে। টুথপেস্টে বিদ্যমান হাইড্রক্সিঅ্যাপাটাইট রিমিনারালাইজেশনে সাহায্য করে এবং পুনরায় দাঁতের ক্ষয়রোধ করে থাকে।
জিঙ্ক সাইট্রেট-এর ব্যাকটেরিয়াবিরোধী কার্যকারিতা রয়েছে যার কারণে দাঁত ও মাড়ির সুরক্ষার জন্য কাজ করে থাকে।দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট ব্যবহার করার পরেও যদি আপনার দাঁতের শিরশিরানি ভাব দূর না হয় তবে সেক্ষেত্রে আপনার দাঁতের চিকিৎসা অবশ্যই প্রয়োজন।
শেষ কথা:
শেষে বলতে চাই, সাবধান হোন এবং সতর্ক থাকুন। আপনার দাঁতের যত্নে বিশেষ পেস্ট ব্যবহার করুন। দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট সঠিকভাবে জেনে শুনে সিলেক্ট করুন। অনেক সময় মার্কেটে নকল পেস্ট পাওয়া যায়। অসতর্কতার ফলে অনেকে দাঁতের শিরশিরানি দূর করার পেস্ট কোনটা, বুঝে উঠতে পারে না। তাই আগেই ভালো করে জেনে নিন। (25957)
Post Comment